ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের দুর্দান্ত জয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাজিল। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

আজ বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

আগের ম্যাচে জয় পাওয়া সেলেসাওরা এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। দেখা মিলল অবিশ্বাস্য এক জয়েরও। 

এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা। 

এদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে শুরু থেকেই ধুঁকছে ব্রাজিল। দরিভাল জুনিয়রের অধীনেও নিজেদের পুরোপুরি গুছিয়ে নিতে পারেনি সেলেসাওরা। 

বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে পেয়েছিল কষ্টার্জিত জয়। সেই জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে আসার পর আজ মাঠে নেমেছিল পেরুর বিপক্ষে। 

ঘরের মাঠে এই ম্যাচে বড় জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। রাফিনিয়ার জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন আন্দ্রেস পেরেইরা, লুইস হেনরিকরা। 

চিলির বিপক্ষে আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেছিলেন হেনরিক, আজও বদলি নেমে এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি, দুর্দান্ত পারফর্ম্যান্সে ব্রাজিলও ম্যাচটি জিতে নিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।  

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি